ইন্টিগ্রেটেড কোস্টাল জোন কি?

ইন্টিগ্রেটেড কোস্টাল জোন

সরকারি সংস্থার অধীনে পরিচালিত প্রকল্প ‘ইন্টিগ্রেটেড কোস্টাল জোন ম্যানেজমেন্ট (আইসিজেডএম)’ ১৯টি জেলাকে উপকূলের আওতাভূক্ত বলে চিহ্নিত করেছে। জেলাগুলো হচ্ছে বাগেরহাট, বরগুনা, বরিশাল, ভোলা, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, গোপালগঞ্জ, যশোর, ঝালকাঠি, খুলনা, লক্ষীপুর, নড়াইল, নোয়াখালী, পটুয়াখালী, পিরোজপুর, সাতক্ষীরা, শরীয়তপুর। জেলাগুলোতে সংসদীয় আসনের সংখ্যা ৮৭টি। ২০০১ সালের আদমশুমারি অনুসারে উপকূলভূক্ত এই এলাকায় লোকসংখ্যা ৩ কোটি ৫০ লাখ ৭৮ হাজার ৫০০ জন। তবে এখন এই সংখ্যা প্রায় ৫ কোটি। এই ১৯ জেলার মধ্যে উপকূল অঞ্চল ‘এক্সপোজড’ ও ‘ইন্টেরিয়র’ এই দু’ভাগে বিভক্ত। এক্সপোজড জোনে ১২ জেলার ৪৮টি উপজেলা/থানা রয়েছে। অন্যদিকে ইন্টেরিয়ার জোনে ৯৯টি উপজেলা/থানা রয়েছে। কিন্তু কাজের সুবিধার্থে আইসিজিডএমপি চিহ্নিত এক্সপোজড আর ইন্টেরিয়র দুই জোনের সমন্বয়ে ৯৪টি উপজেলা আর ৫৬টি সংসদীয় আসন নিয়ে ‘উপকূল রিপোর্টিংয়ের’ আরেকটি ক্ষেত্র নির্ধারণ করেছে যা ইন্টিগ্রেটেড কোস্টাল জোন হিসেবে পরিচিত।


এই ১৯ জেলায় ১৩০টি উপজেলা আরও ৮৭টি সংসদীয় আসন রয়েছে। তবে তথ্যপ্রবাহ নিশ্চিকরণের কাজটি আরও নিবিরভাবে করার লক্ষ্যে এই জেলাগুলোর মধ্যে ১২টি পূর্নাঙ্গ জেলা ও ৩টি আংশিক জেলাকে উপকূল প্রভাবিত এলাকা হিসাবে বিবেচনা করা হচ্ছে। এই হিসাবে উপকূলের আওতায় থাকছে ৯৪টি উপজেলা আর ৫৬টি সংসদীয় আসন।

Girl in a jacket