নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি উদ্যোগ


নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি উদ্যোগ 

১। একটি বাড়ী একটি খামার ( পল্লী সঞ্চয় ব্যাংক)

২। আশ্রয়ন প্রকল্প
৩। জাতীয় সংসদে নারী সংরক্ষিত আসনের সংখ্যা বৃদ্ধি করে ৫০ উন্নীত করা । একদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে ২২জন নারী । ১০জন নারী ডিসি । নারী সচিব ও সিনিয়র সচিব । বর্তমানে বিচারপতি, সচিব, উপাচার্য, ডেপুটি গভর্নর, রাষ্ট্রদূত, সেনাবাহিনী, নৌবাহিন, বিমান বাহিনী, জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মানবাধিকার কমিশনসহ ইত্যাদি ক্ষেত্রে নারীরা কাজ করছে।
২০২০ সাল নাগাদ সব রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।
৪। জেলা পরিষদে ৫জন ও উপজেলা পরিষদে ১ জন নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যানের পদ সৃষ্টি করা
৫। তৃণমূল পর্যায়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ৩৩ শতাংশ আসন নারীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে
৬। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৬০ ভাগ নারী শিক্ষক দ্বারা পূরণ করা হচ্ছে।
৭। মাধ্যমিক থেকে পোস্ট গ্রাজুয়েট লেভেল পর্যন্ত প্রায় ১ কোটি ৭০ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন প্রকার মেধাবৃত্তি প্রদানের আওতায় আনা হয়েছে। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের বিনামূল্যে টিফিন প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে ঝরে পড়া কমেছে এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, শিশু শ্রেণিতে পড়ুয়া বাচ্চাদের মায়েদেরও উপবৃত্তি কর্মসূচি উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মোবাইলের মাধ্যমে সে টাকা উত্তোলনের ব্যবস্থা করা হয়েছে
৮। শেখ হাসিনার উদ্যোগে ‘মেটার্নাল হেলথ ভাউচার স্কিম’ চালু করা হয়েছে। যার মাধ্যমে গর্ভধারিণী মায়ের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর মাধ্যমে নিরাপদ সন্তান প্রসব এবং প্রসব পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে।
৯। বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, মাতৃত্বকালীন ভাতা , বয়স্ক ভাতা 
১০। ক্ষুদ্র ঋণ প্রদান, স্বকর্মসংস্থানমূলক সহায়তা প্রদানের জন্য এককালীন আর্থিক সাহায্য প্রদান এবং দুস্থ মহিলাদের আইনগত সহায়তা দেয়া হচ্ছে।
//

নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের ‘এজেন্ট অব চেইঞ্জ’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘নারীর অধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার স্তম্ভ’ বলে আখ্যায়িত করেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী মেরি ক্লড বিবেউ। 
২০১৮ সালে নারীর ক্ষমতায়নের জন্য শেখ হাসিনা ‘গ্লোবাল উইমেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়