বিসিএস পরীক্ষার সিলেবাস এনালাইসিস করবেন যেভাবে

বিসিএস পরীক্ষার  সিলেবাস এনালাইসিস করবেন যেভাবে 

41 BCS SYLLABUS 

বিসিএস পরীক্ষা প্রস্তুতি একটি পর্যায়ভিত্তিক বিশাল প্রজেক্ট । তবে এটা জেনে মােটেও আতঙ্কিত হবেন না। কারণ, জীবনে এর চেয়ে বড় বড় প্রজেক্ট সফলভাবে বাস্তবায়ন করেই আজ আপনি বিসিএস পরীক্ষা দেওয়ার যােগ্যতা অর্জন করেছেন।

একটি বড় প্রজেক্টকে ছােট ছােট প্রজেক্টে ভাগ করে সুসম্পন্ন করাকে ‘পাইলটিং (Piloting)' বলে । বিসিএস পরীক্ষা প্রস্তুতির প্রজেক্ট পাইলটিংয়ের গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সিলেবাস এনালাইসিস (Syllabus
Analysis)' ।

বিসিএস পরীক্ষার  পুরাে সিলেবাসটি কয়েকটি ধাপ ও উপধাপে বিভক্ত। প্রতিটি ধাপ থেকে
উপধাপ পর্যন্ত লিখিতভাবে সিলেবাস এনালাইসিস করুন।

যেভাবে করবেন সিলেবাস এনালাইসিসঃ



ক. কাগজ-কলম নিয়ে বসুন। প্রথমেই সিলেবাসটির কোন অংশগুলাে নম্বর
প্রাপ্তির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করুন।

খ. টপিকটির ঠিক কোন অংশটি পাঠ করলে উক্ত টপিকটি সম্পর্কে আপনার
মৌলিক ধারণা হবে এবং তা প্রিলিমিনারি ও লিখিত উভয় পরীক্ষায়ই
কাজে আসবে তা টপিকের পাশেই নােটে লিখে রাখুন ।

গ, যে টপিকটি বা অংশটি আপনার পরীক্ষায় বেশি নম্বর প্রাপ্তির প্রেক্ষিতে
দরকার নেই, তা কেটে বাদ দিন।

ঘ, কোন অংশটি স্বল্প সময়ে আত্মস্ত করতে পারবেন এবং কোন অংশটির
জন্য অধিক নম্বর বরাদ্দ আছে, তা সাইড-নােটে লিখে রাখুন।


দ্রষ্টব্যঃ মনে রাখবেন, এই মহাবিশ্বে শুধুমাত্র প্রেম ভালােবাসাই অলিখিত হতে পারে। বাকী সব কিছু লিখিত হতে হবে। সুতরাং আপনার সিলেবাস এনালাইসিস হবে লিখিত । লিখিত এনালাইসিসে প্রয়ােজনে ম্যাপ, গ্রাফ বা চার্ট ব্যবহার করতে পারেন। এই লিখিত এনালাইসিস আপনার সময়ের অপচয় উল্লেখযােগ্য হারে কমাবে। আপনাকে কাজে ফোকাস্ড (Focussed)  থাকতে সহায়তা করবে।