আল কায়েদা (Al-Qaeda)

 আল কায়েদা (Al-Qaeda)

বহুল আলােচিত, নন্দিত-নিন্দিত ওসামা বিন লাদেনের  সংগঠনের নাম আল কায়েদা। বিশ্বের প্রায় অনেক দেশেই আল কায়েদার সদস্যদ আছে বলে ধারণা করা হয়। বসনিয়া, চেচনিয়া, তাজিকিস্তান, সােমালিয়া, ইয়েমেন ও কসােভােতে মুসলিম যােদ্ধাদের সমর্থন, সাহায্য ও প্রশিক্ষণ দিয়ে থাকে আল কায়েদার সদস্যরা।

আফগানিস্তানের সাথে রাশিয়ার সমর্থন, সাহায্য ও প্রশিক্ষণ দিয়ে থাকে আল কায়েদার সদস্যরা। আফগানিস্তানের সাথে রাশিয়ার যুদ্ধ সংগঠনটির জন্মের পটভূমি। ১৯৮৮ সালের দিকে আল কায়েদা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এর প্রারথমিক লক্ষ্য ইসলামের শত্রুদের ধ্বংস করা এবং ইসলামী দেশসমূহ থেকে দুর্নীতিগ্রস্ত মুসলিম নামধারী শাসকদের ক্ষমতা থেকে সরিয়ে ইসলামী সরকার প্রতিষ্ঠা করা, যে সরকার শরীয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে। সৌদি ধনীকুবের লাদেন তাঁর সম্পত্তির একটা বিরাট অংশ ব্যয় করে আল কায়েদার সদস্যদের ভরণ-পােষণ ও প্রশিক্ষণের জন্য। তাছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা আল কায়েদার জন্য সাহায্য পাঠিয়ে থাকে। এ সকল সহায্য সবই আসে ব্যক্তি পর্যায়ে থেকে। ইসলামের বাস্তবপন্থী মুসলিমরা আল কায়েদার জন্য আর্থিক ও নৈতিক সাহায্য যুগিয়ে থাকে।

Post a Comment

0 Comments