অ্যামনেস্টি (Amnesty)
অ্যামনেস্টি (Amnesty) শব্দটি গ্রিক ভাষা থেকে উভ্ভূত, যার অর্থ হল ভুলে যাওয়া, বা
বিস্মৃত হওয়া। ইংরেজিতে Amnesty শব্দটির অর্থ হলাে মুক্তিদান, অপরাধ বা ক্ষমা
করা, যার প্রচলিত রাজনৈতিক অর্থ রাজা বা রাষ্ট্রপ্রধান কর্তৃক শাস্তিপ্রাপ্ত অপরাধীদের
বা রাষ্ট্রদ্রোহী অপরাধীদের অপরাধ মার্জনা যার মাধ্যমে রাষ্ট্র রাজনৈতিক বা অন্যান্য
অপরাধীদের ক্ষমা করে দিতে পারে যাতে তারা কারাগারে থাকলে কারামুক্ত হয়,
দণ্প্রাপ্ত বা শান্তিপ্রাপ্ত হলে শান্তি মওকুফ হয় কিংবা তাদের বিরুদ্ধে মামলা চালু থাকলে
মামলা খারিজ হয়। সাধারণত রাজনৈতিক সমঝােতার প্রেক্ষিতে একটা সরকারের
সরকারের আমলে রাজবন্দীদের মার্জনা করে থাকে। আবার অনেক সময় অবস্থিত
সরকার অবস্থানগত চাপের কারণে ক্ষমা ঘােষণকরতে পারে। তবে এই ক্ষমা
রাষ্ট্রপ্রধানের হাত দিয়ে হয়ে থাকে। তাছাড়া বর্তমানে অর্থনৈতিক অ্যামনেস্টি বা ট্যাক্স
অ্যামনেস্টির ব্যাপারও প্রচলিত হয়েছে।এরপ অ্যামনেস্টির মাধ্যমে কালাে টাকার
মালিককে এরূপ শর্ত দেওয়া হয় যে, কা উৎপাদনমূলক খাতে বা সরকার নির্ধারিত
অন্য কোনাে খাতে বিনিয়ােগ করা হবে। কিংবা ট্যাক্স ফাকিদানকারীকে (একই শর্তে)
ক্ষমা প্রার্থনা করা যেতে পারে।
0 Comments