বিসিএস ক্যাডার হতে চাইলে যে বইগুলো পড়তেই হবে!
বিসিএস ক্যাডার হওয়া একজন চাকুরি প্রার্থীর কাছে খুবই আরাধ্য বটে। কিন্তু কিভাবে আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন সে সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা নেই? তাহলে আজই শুরু করেদিন স্বপ্ন পূরণের লক্ষ্যে পথ চলা।
বিসিএসের প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ অবশ্যই প্রিলিমিনারি পরীক্ষা। তবে আপনাকে শুধু প্রিলি পাশ করলেই চলবে না। যদি ক্যাডার হতে চান তাহলে আপনাকে অবশ্যই লিখিত এর সাথে প্রিলিকে সমন্বয় করে পড়তে হবে। আর সে জন্য যে বইগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে___
সকল বিষয়ের জন্য:
১) ১০ম থেকে ৩৬ তম বিসিএস পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সংকলন বইটি দেখা( সল্যুউশন ব্যাখ্যা সহ)।
২) বিসিএস ডাইজেস্ট। বিসিএস সংশ্লিষ্ট বিষয়গুলো সংক্ষেপে খুব ভালো সংকলন আছে এমন বই।
৩) কারেন্ট এফেয়ার্স [মাসিক এবং বার্ষিক কপি ও বিসিএস স্পেশাল গুলো]।
৪) সংখ্যাতত্ত্ব।
৫) বাংলাদেশের সংবিধান।
৬) বিসিএস ম্যাপ( বাংলাদেশ ও আন্ত:জাতিক)।
৭) সব বিষয়ের লিখিত এর দুই সেট বই।
৮) বাংলা পিডিয়া’র পুরো খন্ডটা থাকাই ভালো।
৯) নন ক্যাডার এর দুটো সিরিজের বই।
১০) সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা।
১১) ১০ম থেকে ৩৬তম বিসিএস লিখিত প্রশ্ন সংকলিত বই
বাংলা:
১)সৌমিত্র শেখরের বাংলা বিষয়ক বইটা/ সাহিত্য জিজ্ঞাসা।
২) হুমায়ূন আজাদের লাল নীল দীপাবলি [বাংলা ভাষার ইতিহাসের জন্য]
৩) মাধ্যমিক বাংলা গদ্য ও পদ্য [লেখক,কবি ও প্রবন্ধকদের জীবনী, উল্লেখযোগ্য বই]
৪) মাধ্যমিক বাংলা ব্যাকরণ।
৫) বাংলা কোষ ( জুয়েল কিবরিয়া)।
৬)বাংলা অভিধান/সংসদ > বাংলা টু বাংলা, বাং লা টু ইংলিশ।
ইংরেজী:
১) ENGLISH FOR COMPETITIVE EXAM
২) অক্সফোর্ড এডভান্সড লার্নার ইংলিশ গ্রামার বই
৩) যেকোনও ভালো মানের ইংরেজী ব্যকরণ বই( জাকির হোসেনের বইটা ভালো, পিসি দাশ এর টাও ভালো)।
৪) প্রফেসরস / ওরাকল ইংরেজী বিসিএস প্রিলিমিনারীর বই।
5) COMMON MISTAKE IN ENGLISH >>
৬) SAIFUR’S VOCABULARY/ WORD TREASURE.
7) SAIFUR’S ANALOGY.
8)SYNONYM ANTONYM বিষয়ক যে কোন বইG
গণিত:
১) প্রফেসর’ স এর গনিত স্পেশাল/ওরাকল বিসিএস ম্যাথ প্রিলি [বইটা খুবই ভালো … ডিটেইল সূত্র দিয়ে ক্যালকুলেশন]।
২) মানসিক দক্ষতা ও গানিতিক যুক্তি বিষয়ক বই।
৩) মাধ্যমিক বীজগণিত।
৪) মাধ্যমিক জ্যামিতি [পরিমিতি, ত্রিকোণমিতি ১২.৩]।
৫) নিম্ন মাধ্যমিক গণিত [৮ম শ্রেণী পাটিগণিত]।
দেখে নিন-
বিজ্ঞান:
১) MP3 সিরিজের বিসিএস বিজ্ঞান সমগ্র [খুব ভালো একটা বই]।
২) নিম্ন মাধ্যমিক বিজ্ঞান [৮ম শ্রেণী]।
৩) মাধ্যমিক সাধারণ বিজ্ঞান [ ৯ম শ্রেণীর]।
৪) পদার্থ বিজ্ঞান [৯ম শ্রেণী]।
৫) রসায়ন বিজ্ঞান [৯ম শ্রেণী]।
৬) জীব বিজ্ঞান [৯ম শ্রেণী]।
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী:
১) মাধ্যমিক ইতিহাস [৯ম শ্রেণী]।
২) মাধ্যমিক ভূগোল [৯ম শ্রেণী]।
৩) মাধ্যমিক সামাজিক বিজ্ঞান [৯ম শ্রেণী]।
৪) আব্দুল হাই এর বাংলাদেশ বিষয়াবলী।
৫) সাধারণ জ্ঞানের যেকোনো ভাল বই( যেমন>প্রফেসর’স/ ওরাকল/ MP3 সিরিজের সাধারণ জ্ঞানের বই)।
৬) বাংলাদেশ এবং পৃথিবীর মানচিত্র ও মানচিত্র বিশিষ্ট বই।
নৈতিকতা,মূল্যবোধ ও সুশাসন:
১) একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ১ম পত্র।
২) একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ২য় পত্র।
উপরের বইগুলো বিসিএস প্রিলিতে ভালোভাবে চান্স পাবার জন্য যথেষ্ট সাহায্য করবে। পাশাপাশি আপনার লিখিত পরীক্ষার প্রস্তুতিও অনেকাংশে এগিয়ে যাবে।