The Old English Period (450-1066)
Anglo Saxon Period (450-1066)
This age started in the fifth century when the Jutes,Angles and Saxons came to the England from Germany, defeated the English tribes and started their region. It ended in 1066 with the Norman Conquest.
This Historical events which influenced the literature of this period were-----
- Christianity reached England and christianization of pegan English tribes Began.
- In the 7th century monasteries (সন্ন্যাসীর আশ্রম) were established where a written literature began. Earlier to this whatever existed as literature was oral.
- Alfred the Great who reigned over England from 871 to 901 encouraged education and supervised the compilation ot The Anglo Saxon Chronicle.
Notes ----
- English is a West Germanic Language.
- Literature was oral in this period(অলিখিত সাহিত্য)।
- আলফ্রেড দ্য গ্রেট ৮৭১ থেকে ৯০১ সাল পর্যন্ত শিক্ষা ও সাহিত্যে বিদ্যোৎসাহী ছিলেন এবং তিনি Anglo Saxon Chronicle সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করেন
Literary Features of This Era
Most of the writers of this age are expect Caedmon who is held to be the first known poet of English and Bede,the first historian.Through Christianity is traceable (অনুসরণযোগ্য) ,paganism dominates the literary spirit of the time.Heroic deeds ,love of sea adventure ,intense love of the glory and savagery(অসভ্যতা,বর্বরতা) are the main features of this period.
ক্যাডমন- Caedmon
ক্যাডমনের জন্ম ৬৩৭ সালে এবং মৃত্যু ৭৩৫ সালে। তাকে ইংরেজি সাহিত্যের আদি কবি (Earliest poet/first known poet in English Literature) বলা হয় (বাংলা সাহিত্যের আদি কবি লুইপা)।তাকে Father of English Sacred Song-ও বলা হয়। ক্যাডমন যা কিছু রচনা করেন তা এংলো -স্যাকসন ভাষাতেই রচনা করেন। এজন্য তাকে এংলো -স্যাকসন যুগের মিল্টন বলা হয়।তাঁর রচিত কাব্য Hymn of Caedmon (হিম অব ক্যাডমন) এবং Paraphrase(প্যারাফ্রেজ)।
তাঁর গ্রন্থের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হল- Historia ecclesiastica gentis Anglorum। এছাড়াও তিনি লিখেছেন- Genesis, Exodus, Judith.
কেনেউলফ- Cynewulf
He is one of twelve Old English poets Known by name, and one of four whose work is known to survive today.
Juliana তার একটি বিখ্যাত কবিতা।কেই কেই মনে করেন যে Lindisfarne (লিন্ডিসফার্ন) নামক স্থানে তিনি বিশফ ছিলেন।
Famous writing:
- Chirst, Elene, Juliana, The Fates of the Apostles (যীশু খ্রীস্টের শিষ্যদের নিয়তি।)
- Saint Venerable Bede (673-735)
He is called, “The Father of English Learning” and he is also known as “First historian in English Language”
(বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ দীনেশ চন্দ্র সেনের ‘বঙ্গভাষা ও সাহিত্য’।)
He has written ‘The Ecclesiastical History of the English’(ইংরেজদের ধর্মীয় ইতিহাস) আর এ কারনে তিনি “Doctor of the Church” উপাধি পেয়েছেন।
Beowulf (বিউলফ)
Beowulf was one of the first long poems in English. It was written anonymously. It consists of 3200 lines of two parts in the style of an epic. The first part deals with hero’s fight with Grendel and the second part deals with hero’s fight with Dragon.
First First monument in English literature
বিউলফ কে The Earliest Epic in England বলা হয়।এটি ৬৫০ সালের দিকে রচিত।(বাংলা সাহিত্যে প্রথম এবং সার্থক মহাকাব্য মাইকেল মধুসূদনের ‘মেঘনাদ বধ-১৮৬১ সালে)
এই Heroic Epic (বিউলফ) টিতে ৩১৮২ টি লাইন ছিল। মহাকাব্যের নায়কের নাম বিউলফ।
Beowulf ছাড়াও The Wanderer, The Seafarer, The Husband’s Message, The Wife’s Lament, Traveler প্রভৃতি নামে কিছু গুরুত্বপূর্ণ কবিতা পাওয়া যায়। এগুলোর সুনির্দিষ্ট কোন লেখকের নাম পাওয়া যায়না।
0 Comments