Iron Dome (আয়রন ডোম ) কী ?
এটি একটি বিশেষ প্রযুক্তিতে তৈরি স্বল্প দূরদূ ত্বের পাল্লার, মাটি থেকে আকাশ পর্যন্তর্য এয়ার ডিফেন্স সিস্টেম। এতে একটি রাডারও রয়েছে। এর পাশাপাশি তামির ক্ষেপণাস্ত্র সিস্টেম যা যে কোনও রকেটকে ট্র্যাক করে সঙ্গে সঙ্গে ধ্বংস করার ক্ষমতা রাখে। ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র, বোমা-মর্টা র এমনকী বিমান-হেলিকপ্টার এবং যে কোনও ধরনের ড্রোন জাতীয় জিনিসকে প্রতিহত করতে পারে এই আযরন ডোম।
0 Comments