প্যারাচুম্বক, ডায়াচৌম্বক এবং ফেরোচৌম্বক পদার্থ
===================================
প্যারাচৌম্ব পদার্থঃ
যেসব চৌম্বক পদার্থ চুম্বক দ্বারা কম আকর্ষিত হয় বা পদার্থের উপর চুম্বকের আকর্ষণ প্রভাব দুর্বল, তাদেরকে প্যারাচৌম্বক পদার্থ বলে। যেমন- প্লাটিনাম, অক্সিজেন, ম্যাঙ্গানিজ প্রভৃতি
ব্যবহারঃ
– রাডারে ব্যবহৃত হয়
ডায়াচৌম্বক পদার্থঃ
যেসব চৌম্বক পদার্থ চুম্বক দ্বারা বিকর্ষিত হয় তাদেরকে ডায়াচৌম্বক পদার্থ বলে। যেমন- তামা, দস্তা, এন্টিমনি ইত্যাদি
ব্যবহারঃ
_ মাইক্রোফোন ও লাউডস্পিকারে ব্যবহৃত হয়
– দিক নির্ণায়ক কম্পাস তৈরিতে ব্যবহৃত হয়
ফেরোচৌম্বক পদার্থঃ
যেসব চৌম্বক পদার্থ চুম্বক দ্বারা খুব বেশি আকর্ষিত হয় বা পদার্থের উপর চুম্বকের আকর্ষণ প্রভাব বেশি, তাদেরকে ফেরোচৌম্বক পদার্থ বলে। যেমন-লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি।
ব্যবহারঃ
-বৈদ্যুতিক ঘণ্টায় ব্যবহৃত হয়।
-বৈদ্যুতিক মোটরে ব্যবহৃত হয়।
0 Comments