The Age of Sensibility (1745-1785/98)
এ যুগের Writer-রা মূলত sense, reason, feeling, original genius কে বেশি গুরুত্ব দিয়েছেন, তাই এই যুগকে The Age of Sensibility/ Reason বলা হয়েছে। এ যুগের প্রধান Author ছিলেন Dr. Samuel Johnson । তাই যুগকে Age of Johnson ও বলা হয়।
১৭৮৯ সালে বিখ্যাত French Revolution সংগঠিত হয়।
Slogan of French Revolution
- Liberty (স্বাধীনতা)
- Equity (সাম্য)
- Fraternity (ভ্রাতৃত্ব)
Major writer and works of the Age of Sensibility
Samuel Johnson
Samuel Johnson compiled English Dictionary in 1755. (১৭৫৫ সালে তিনি প্রথমে Dictionary লিখেন।)
Titles:
- Father of English Dictionary
- Shakespeare’s Critic.
- First Lexicographer in English (one who writes dictionaries)
Famous Books:
- A Preface to Shakespeare (Shakespeare এর merits ও demerits নিয়ে literary criticism)
- Rasselas (a short novel)
- Prince of Abissinia (Novel)
- The Vanity of Human Wishes (Poem)
- London (A poem)
- The Tragedy of Irene
- The Patriot (Pamphlet)
- The False alarms
** John Dryden লিখেছেন: Preface to the Fables
William Wordsworth লিখেছেন: Preface to the Lyrical Ballads
Goethe
The Greatest poet of Germany.
জন্ম: জার্মানির ফ্রাঙ্কফুটে ২৮ আগস্ট ১৭৪৯
Famous Dramatic poem (কাব্যনাট্য) : Faust (ফাউস্ট)
- The Sorrows of Young Werther (গ্যাটের আত্মজীবনীমূলক উপন্যাস)
- Quote: Man errs so long he strives
Henry Fielding
He is consider to be the Father of English Novel. His pen Name was “Captain Hercules Vinegar.”
তাকে অনেকে Father of English Novel বলে থাকে।(তবে অনেক সমালোচক Henry Fielding/Daniel Defoe/ Samuel Richardson/ Jonathon Swift এই চারজনকেই তাদের অবদানের উপর ভিত্তি করে Father of English Novel স্বীকৃতি দিয়ে থাকেন। বাংলা উপন্যাসের সার্থক জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
তিনি Picaresque Novel এর জন্য বিখ্যাত (যার নায়ক ভবঘুরে)
Henry Fielding এর Pen Name হলো Captain Hercules Vinegar
His well-Known plays:
- The Tragedy of Tragedies
- The Temple Beau
- The Modern Husband
- The Mock Doctor
- The Misher
- Rape Upon Rape (তবে The Rape of the Lock মহাকাব্যটি লিখেছেন Alexander Pope)
Famous Novel:
- Tom Jones
- Amelia
- Joseph Andrews
- An apology for the life of Mrs. Shamela Andrews
Oliver Goldsmith
Oliver Goldsmith is a famous Anglo-Irish novelist, playwright and poet.
Famous Books and Poems:
- The Citizen of the World (a series of Letters)
- The Vicar of Wakefield (satiric উপন্যাস)
- The Deserted Village(কবিতা)
- The Good Natured Man (কমেডি)
- She Stoops to Conquer(কবিতা)
- The Traveller (a philosophical poem)
- An Elegy on the Death of a Mad Dog (ironic কবিতা)
- The History of Little Goody Tw-Shoes (Childern’s tale)
- The Hermit (কবিতা, romantic ballad)
Thomas Gray
He was an English poet, letter-writer, historian, classical scholar and professor at Cambridge University.
তিনি Graveyard poet নামে খ্যাত
১৭৫৭ সালে তিনি Poet Laureate হওয়ার প্রস্তাব পেয়েও প্রত্যাখ্যান করেন।
Famous elegy:
Elegy Written in a country Churchyard ( পূর্ব পুরুষের মৃত্যু নিয়ে লেখা।)
তার বিখ্যাত কবিতা – Ode on the Death of a blush of a Favourite cat.
Famous Quotes:
- Full many a flower is born to blush unseen,
And waste its sweetness on the desert air.
-(Elegy Written in a country Churchyard)
- Where ignorance is bliss, it is folly to be wise.
(যেখানে অজ্ঞতা আশীর্বাদ, সেখানে জ্ঞানী হওয়াটা বোকামি)
- The paths of Glory lead but to grave.
Edmund Burke
He is a Famous essayist, orator and politician of 18th century.
তিনি Irish Born ‘Whig politician’ ছিলেন।
Edmund Burke আরো ছিলেন একজন Parliamentary Member
তাকে বিবেচনা করা হয় ‘The Founding father of modern conservatism philosophy’। হৈমন্তী গল্পের ৩য় প্যারায় তার নাম উল্লেখ রয়েছে।
Famous speech of Edmund Burke:
- Speech on Conciliation with America
(তিনি এই ভাষণে আমেরিকাকে সঠিক সুযোগ সুবিধা দিয়ে England এর অধীনে রাখতে প্রস্তাব করেছিলেন।)
- Speech on Mr. Fox’s East India Bill. (About the tyranny and oppression of the British in India Sub Continent.)
- On American Taxation
Famous Book:
Reflection on the Revolution in France.
Famous quotes:
- The greater the power, the more dangerous the abuse
- Superstition is the religion to feeble minded persons.
- Fear is the mother of Safety.
- Power and authority are sometimes bought by kindness.
Edward Gibbon
Famous Historical Book:
The Decline and Fall of the Roman Empire
Lindley Murray
Father of English Grammar
Herasim Lebedeff
Gerasim Lebedev, also spelled Herasim Lebedeff was a Russian adventurer, linguist, pioneer of Bengali theatre, translator, musician and writer. He was a pioneer of Indology.
কিলকাতায় ১৭৯৫ সালে বেঙ্গল থিয়েটার নামে একটি রঙ্গালয় স্থাপন করেন।
তিনি প্রথম The Disguise এবং Love is the Best Doctor নামক দুটি নাটক বঙ্গানুবাদ করে এদেশীয় পাত্র-পাত্রী দ্বারা অভিনয় করান।
Sir Walter Scott
He was a Scottish historical novelist, playwright and poet.
স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাসের রচয়িতা এবং কবি।
He is called the ‘Father of both the Regional and Historical Novels’.
বাংলার স্কট বলা হয় বঙ্কিমচন্দ্রকে।
Ivanhoe(আইভ্যানহো) তার শ্রেষ্ঠ উপন্যাস (ঐতিহাসিক)
Famous Work:
- Patriotism (তবে The Patriot নামে Victorian যুগের কবি Robert Browning এর একটি বিখ্যাত কবিতা আছে।
- The Lady of the Lake (poem)
- Waverley (স্কটের লেখা প্রথম বেনামি ৩২ টি উপন্যাসকে তার ওয়েভার্লি উপন্যাস বলা হয়।)
- Talisman (poem)
- The Heart of Midlothian
- The Bride of Lammermoor
- Rob Roy
Herold J Laski
Book: A Grammar of Politics
উক্তি : ক) আইন রাষ্ট্রের উর্ধ্বে
খ) গণতন্ত্র হল দরিদ্র, অজ্ঞ ও অযোগ্যদের শাসন।
Adam Smith
Father of Economics/Classical Economics
তিনি ‘লেইস ফেয়ার নীতি’ এবং ‘শ্রমবিভাগ তত্ত্ব’ এর প্রবক্তা।
He was a Scottish moral Philosopher, pioneer of political economy and a key figure in the Scottish Enlightenment.
Smith is best known for two classic works: The Theory of Moral Sentiments (1759), and An Inquiry into the Nature and Causes of the Wealth of Nation (1776)
The Wealth of Nation অর্থনীতির উপর প্রকাশিত পূর্ণাঙ্গ গ্রন্থ।
তবে আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন।
Rousseau
তিনি ছিলেন ফরাসি দার্শনিক এবং ফরাসি বিপ্লবের অগ্রপথিক।
Full Name: Jean Jacque Rousseau
Famous Book:
- The Social Contract
- Emile (On Education)
- Julie
- Discourse on the Origin and Foundation of Inequility
Quotes:
- Man is born free but everywhere he is in chains.
- Patience is bitter but its fruits is sweet.
- জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী।
Voltaire
Full Name: Francis Marie Arouet
জন্ম: প্যারিস, ফ্রান্স
পেশা: লেখক, নাট্যকার, দার্শনিক।
Books:
i. Candide (ব্যঙ্গাত্মক উপন্যাস) [তবে Candida নামে একটি বিখ্যাত Play লিখেছেন G.B. Shaw]
ii. Zaire
iii. Essays on Morals
iv. Spirit of Nations
Quotes:
- Prejudice is the reason of Fools
(কুসংস্কার হলো বোকাদের যুক্তি)
- If God did not exist, it would be necessary to invent. (যদি পৃথিবীতে কোন স্রষ্টা থাকতো, তাহলে একজন স্রষ্টা নতুন করে সৃষ্টি করার প্রয়োজন হতো)
- I disapprove of what you say, but I will defend to death your right to say it. (অর্থাৎ তুমিযা বল আমি হয়তো তা মানিনা। তবে আমি আমৃত্যু তোমার কথা বলার অধিকার/বাক স্বাধীনতা রক্ষা করবো।
0 Comments