The Augustan Period (1700-1745)

 

The Augustan Period  (1700-1745)

এই যুগের লেখকগণ প্রাচীন ইতালীয় সম্রাট Augustus এর আমলের লেখকদের অনুকরণ করেছিলেন বলে এই যুগকে Augustan Period বলে। এই যুগের বিখ্যাত কবি Alexaander Pope এর নাম অনুসারে এ যুগকে Age of Pope   বলা হয়।

Augustan Period এর বিখ্যাত লেখকগণ:

 

Alexander Pope (1688-1744)

Alexander Pope is called ‘Mock Heroic Poet’.

He used heroic Couplet in his poem. তিনি কবিতায় heroic Couplet ব্যবহার করেন।

He also famous foe his ‘Translation of Homer’

গ্রীক কবি Homer এর Iliad এবং  Odessey(ওডেসি) মহাকাব্য দুটি তিনিও ইংরেজিতে অনুবাদ করেন। তবে প্রথমে George Chapman রেনেসাঁ যুগে এ দুটি মহাকাব্যের ইংরোজি অনুবাদ করেছিলেন।

Title:

Mock Heroic Poet. (উপহাসমূলক বীরত্বের কবি।)

Mock Heroic Epic এর জন্যও তিনি বিখ্যাত।

The Oxford Dictionary of Quotation –এ শেক্সপিয়রের পরে সবচেয়ে বেশি কোটেশন তার লেখা থেকে নেয়া হয়েছে।

Famous Epic:

The Rape of the Lock  (বেণী কর্তন)

এটি একটি mock epic   (নায়ক -Baron, নায়িকা-Belinda, God-Arial)। ১৭১২ সালে রচিত এ ব্যঙ্গাত্মক কবিতাটির মূল উপজীব্য হলো: উচ্চ বংশীয়দের মধ্যে কলহ বিবাদ।

তবে Rape Upon Rape নাটকটি লিখেছেন Henry Fielding.

Famous poems:

  1. An Essay on Man (এ দার্শনিক কাব্যের Theme হলো-‘To vindicate the ways of God to man’ ( তবে Essay on Islam লিখেছেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ)
  2. The Duncan
  3. An Essay on Criticism (1711)
  4. Epistle to Dr. Arbuthnot

Famous quotes:

  1. A little learning is a dangerous thing. (অল্প বিদ্যা ভয়ংকরী)
  2. To err is human, to forgive is divine (মানুষ মাত্রই ভুল, ক্ষা স্বর্গীয়)
  3. Fools rush in where angels fear to tread. (হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল)
  4. An honest study of mankind is man.
  5. Charms strike the sight but merit strikes the heart.
  6. Hope spring eternal in the human breast.

 

Jonathan Swift (1667-1745)

জোনাথন সুইফট ছিলেন একজন বিখ্যাত আংলো-আইরিশ-প্রাবন্ধিক, ব্যাঙ্গাত্মক কবিতা লেখক ও পাদ্রী।

Titles: The Greatest satirist (ব্যঙ্গ রচয়িতা) of the 18th Century.

(উল্লেখ, বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা করেন প্রথম চৌধুরী-বীরবলের হালখাতা)

মঙ্গল গ্রহের চাঁদ “ডিমোসের সুইফট ক্রাটার” নামকরণ হয়েছে জোনাথন সুইফটের নামানুসারে।

 

Famous Books:

  1. Gulliver’s Travels (4 Books)

Gulliver’s Travels এর চারটি খণ্ড হলো

Part I: A Voyage to Lilliput

Part II: A Voyage to Brobdingnag

Part III: A Voyage to Laputa, Balnibarbi, Luggnagg, Glubbubdrib and Japan

Part IV: A Voyage to the Country of the of the Houyhnhnms

Character:

Lamuel Gulliver, Lilliputians, Laputans, Blefuscndians, Brobdingnagians, Yohoos.

ii. A Tale of a Tub ( তবে A Tale of Two Cities নামে Victorian যুগের  Charles Dickens এর বিখ্যাত উপন্যাস আছে।)

iii. A Modest Proposal

iv. A Journey to Stella

v. The Battle of Books – এটি একটি Pamphlet/ ক্ষুদ্র পুস্তিকা (তবে The Battle of Life ( তবে উপন্যাসটি লিখেছেন ভিক্টোরিয়ান যুগের Charles Dickens)

 

Daniel Defoe

Famous satirical poem: The True Born English Man

Famous Novels:

  1. Robinson Crusoe (ক্রুশো; এটি  First Realistic in English)
  2. Colonel Jack (কর্ণেল)
  3. Captain Singleton
  4. Moll Flanders
  5. Roxana

Famous quotes:

  • He is not that has little, but that desire much.
  • The fear of Danger is ten thousand times more terrifying than danger itself.

 

Samuel Richardson

Samuel Richardson was born in 1689 in England and died in 1761.

Famous Novels:

  • Pamela or the Virtue Rewarded (অনেকে ইংরেজি সাহিত্যের প্রথম Novel মনে করে এটিকে। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারিচাঁদ মিত্রের রচিত – ‘আলালের ঘরের দুলাল’। আর মুসলিম রচিত প্রথম বাংলা উপন্যাস : মীর মশাররফের ‘রত্মাবতী’।)
  • Clarissa
  • The History of Sir Charles Grandison

Joseph Addison and Richard Steele

তারা   ছিলেন।  তারা দুইজন Addison and Steele নামে পরিচিত।

যৌথ প্রবন্ধগ্রন্থ:

  1. The Spectator
  2. The Tatlar

Lichard Steele has written some dramas. They are comedies. The Funeral (1703), The Lying Lover and The Tender Husband are remarkable dramas.

 

Joseph Addison হলেন একজন বিখ্যাত  Essayist

Sir Roger at Church হলো তার বিখ্যাত Essay.

Sir Roger at Church  এরেএকটি বিখ্যাত লাইন হলো   Sunday clears  away the rust of the whole week. He is actually an editor and an essayist. He has written a tragedy. It is Cato.

 

Famous Comedy of Addison: The Drummer

Post a Comment

0 Comments