এ যুগের বিশেষ ঘটনাবলী ~~~
এই শতকে (রেনেসার যুগে ) খ্রিস্টান ধর্ম দুই ভাগে ভাগ হয়ে যায় ।
- Catholic/Papist : ধর্ম গুরু পোপ এর অনুসারি ।
- Protestant : পোপের বিরোধিতা কারী দল ।
👉 জার্মানির ধর্ম সংস্কারক Martin Luther এবং Switzerland এর Calvin এবং Zwingli তৎকালীন Pope ও ধর্মযাজক দের বিরুদ্ধে Protest করেছিলেন ।তাই তাদের অনুসারিদের Protestant বলা হয় ।
👉 রাজা Henry VIII তার Personal Advantage (তথা ২য় বিয়ে সংক্রান্ত বিষয় ) এর জন্য England এ Protestantism চালু করেন । ফলে England এ Civil War শুরু হয় । রানী এলিজাবেথ ১৫৫৮ সালে ক্ষমতায় এসে Religious problem দূর করার জন্য Anglicanism (England's own Church) চালু করার মাধ্যমে Civil War এর সমাপ্তি ঘটান ।
👉 ১৫৬০ সালে রানী এলিজাবেথ লন্ডনে West Minister Abbey নামে একটি চার্চ পুননির্মাণ করেন ।এখানে ব্রিটিশ রাজা রানীদের সিংহাসন আরোহণ ও শেষ কৃত্য অনুষ্ঠিত হয় ।এখানে ২য় বিশ্বযুদ্ধে নিহত অনেক অজ্ঞাত নামা যোদ্ধাদের সমাধি আছে । এখানে Poets Corner এ কবি চসার , বিজ্ঞানী নিউটন ,চার্লস ডিকেন্স ,টেনিসন ,ব্রাউনিং ,হারডিং ,রুইইয়ার্ড কিপলিং ,ডার উইন সহ অসংখ্য বিখ্যাত ব্যাক্তিদের সমাধি রয়েছে ।
Elizabethan Theatre এর বৈশিষ্ট্য ঃ
- There was no female writers in that period.
- Women were not allowed to act .
- The boys played the role of women .
- Characteristics of Elizabethan tragedy are : a. Revenge ; b. Love
- First English Theatre was established in 1576.
- Elizabeth period এর অধিকাংশ নাটক Queen Elizabeth এর সামনে মঞ্চস্থ করা হয়েছিল ।
- প্রথম মঞ্চস্থ নাটক - Gorboduc(1562)
0 Comments