The Restoration Period (1660-1700)

 

The Restoration Period (1660-1700)

 

Restoration means, Restoration of Monarchy. খ্যাতিমান কবি John Dryden এর নাম অনুসারেএ   Restoration Period  কে  Age Dryden- বলা হয়।

 

Commonwealth period এর  Richard Cromwell এর পতনের পর  England এর লোকেরা  Caroline Period এর রাজা  Charles –I (যাকে শিরশ্ছেদ করা হয়)এর ছেলে  Charles –II  (যিনি  France এ পালিয়ে আত্মরক্ষা করেছিলেন)কে England এর সিংহাসনে বসান।

এই যুগে দুটি   Political party   গঠিত হয়:

* Wing-against the King

* Tory – on the favour of King

 

Industrialization began on this period in England.

 

 

Restoration Period এর বিখ্যাত সাহিত্যিকগণ:

 

John Milton (1608-1674)

 

Titles:

  1. Epic Poet (বাংলার মিল্টন বলা হয় -‘মহাকাব্যের কবি’ খ্যাত হেমচন্দ্রকে।
  2. A great master of verse in the Puritan Period.
  • তাঁকে ‘রেনেসাঁ’ যুগের সর্বশেষ প্রতিভূ’ও বলা হয়

 

তাঁর বিখ্যাত Epics:

 

  1. Paradise Lost (বাইবেলের বর্ণনা অনুযায়ী হযরত আদম (আঃ) ও হাওয়া (আঃ)এর স্বর্গ হারানোর কাহিনী ফুটে উঠেছে এ মহাকাব্যে। এটি Black verse ছন্দে রচিত।)
  2. Paradise Regained (এই দুইটি মহাকাব্য ১৬৫২ সালে একবারে অন্ধহয়ে গেলে অন্ধ অবস্থায় তিনি রচনা করেন। বাংলা সাহিত্যে একমাত্র গদ্য মহাকাব্য -বিষাদ সিন্ধু)

 

Theme of Paradise Lost: To Justify the ways of God to man

Paradise Lost মহাকাব্যের একটি বিখ্যাত লাইন হলো “Better to reign in Hell then serve in Heaven”

 

Famous elegies (শোকগীতি)

i)Lycidas (লাইচিদাস; কবির বন্ধু Edward King এর মৃত্যু নিয়ে লেখা। বাংলা সাহিত্যে প্রথম সার্থক শোকগাঁথা/মৌলিক গ্রন্থ হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের “প্রভাবতী সম্ভাষণ”।)

  1. ii) Song of Shakespeare

 

তার প্রথশ কবিতা : On The Morning of Christ’s Nativity (1627)

 

Famous poetic drama (কাব্যনাটক):

  • Samson Agonistes (Tragic Drama)
  • Comus

 

Famous Prose (গদ্যরচনা):

  • Of Education (essay)
  • Areopagitica (about freedom of press)

 

Famous sonnets:

  • On the Blindness
  • On the Late Massacre

 

Famous quotes:

  1. “It is better to reign in Hell then serve in Heaven” (স্বর্গের দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা শ্রেয়; এটি Satan এর উক্তি)
  2. “Childhood shows the man as morning shows the day”(সকালের সূর্য যেমন দিবসের প্রতিচ্ছবি, বাল্যকালও মহৎ মানুষের প্রতিচ্ছবি)
  • “Death is the golden key that opens the place of eternity”(মৃত্যুর মাধ্যমে মানুষ অমরত্ব লাভ করে।)

NB: There are two types of epic:

  1. Primary Epic (প্রথমে অলিখিত ছিলো, পরে লিখিত হয়েছে। যেমন: গ্রীকসাহিত্যিক হোমারের Iliad এবং Odessey)
  2. Secondary Epic (প্রথম থেকেই লিখিত। যেমন: Paradise Lost এবং Paradise Regained)

 

John Dryden

 

John Dryden সাহিত্য সমালোচক হিসেবে সবচাইতে বেশি বিখ্যাত ছিলেন। আমরা যে “Metaphysical Poetry” টার্মটির সাথে পরিচিত তা তিনি প্রথম ব্যবহার করেন। তার লিখা সবচাইতে বিখ্যাত নাটক “All for Love” লিখা হয়েছে Blank Verse ব্যবহার করে। Blank Verse বলতে বোঝায় অমিত্রাক্ষর ছন্দ।

 

Titles:

Father of Modern English Criticism.

 

তিনি Shekespeare এর The Tempest নাটকের তীব্র সমালোচনা ও ব্যঙ্গ করে  The Enchanted Island নাটকটি লেখেন।John Dryden কে Glorious John  হিসেবে আখ্যায়িত করেন Sir Walter Scott.

 

Famous work:

  1. All for Love(a heroic tragedy)***
  2. The Indian Emperor
  • Absalom and Achitophel (a poetic political satire)
  1. The Mistaken Husband
  2. Mac Flecknoe ( a satirical poem)
  3. An Evening’s Love (a comedy)
  • The Conquest of Granada
  • Preface of the fables
  1. Aurge-Zebe
  2. The Eassy on Dramatic Poesy

 

Famous Poem: Heroic Stanzas on the Death of Cromwell.

Famous Quotes:

  1. They think too little who talk too much.
  2. We first make our habits than habits make us.
  3. Jealousy is the proof of love.

 

William Congreve (1670-1729)

 

William Congreve was born in 1670-1729 in England and died in 1729 in England. He wrotes some of the most popular English plays of the Restoration period of the Late 17th century.

 

He was famous for Comedy of Manners.

 

William Congreve ছিলেন Jonathon Swift এর বন্ধু।

Famous plays:

  1. The Way of the World
  2. Love for Love

iii. The Double Dealer

  1. The Old Bachelor
  2. The Mourning Bride (শোকাতুর কনে)

 

John Bunyan

 

John Bunyan was an English Christian writer and preacher, who is well-known for his book The Pillgrim’s Progress.

 

Famous Book:

  1. The Pillgrim’s Progress
  2. The Holy War – এ ‍দুটি গ্রন্থ বিখ্যাত রূপকাশ্রয়ী গদ্য (Allegory Prose)
  3. The Life and Death of Mr. Badman.

 

Famous quote:

In Prayer it is better to have a heart without words than words without a heart.  (হৃদয়বিহীন কথামালা নির্ভর মোনাজাতের চেয়ে শব্দহীন হৃদয়ের প্রার্থনা শ্রেয়।)

 

Samuel Butler

 

He is a famous poet and satirist.

Famous work: Hudibars.

তবে Samuel Butler নামে একজন বিখ্যাত  Victorian novelist রয়েছেন।

 

 

John Locke

Father of Modern Democracy

Famous Book:

  • An Essay Concerning Human
  • Understanding

 

উক্তি: যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই।

 

William Wycherley (উইলিয়াম উইচার্লি)

He was born in 1640 and died in 1716. He was the of an aristocratic family.

Famous Book:

  1. The Country Wife
  2. Love in a Wood.
  3. The Gentleman Danci Master
  4. The Plain Dealer

 

Aphra Behn

Famous Book:

  • Woman in a world of man
  • The Rover (comedy)
  • Oroonoko (a prose Fiction)

 

George Farquhar

 

Famous Book:

  1. The Recruiting Officer
  2. The Beaux’s Stratagem

 

Thomas Otway

Famous Book:

  • The Orphan
  • Venice Preserved

Post a Comment

0 Comments