The Victorian Period (1832-1901)
এ যুগের কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
👉 ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর রানী ভিক্টোরিয়া ১৮৫৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতীয় উপমহাদেশের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন।
👉১৮৬০ সালে ভারতে নীল বিদ্রোহের অবসান ঘটে।
👉এই যুগের ক্সবশিষ্ট্য হলো- Symbolism, Medievalism, Sensuousness etc.
👉 Concept of communism (সাম্যবাদের ধারণা) এই যুগকে প্রভাবিত করে।
👉এই যুগে Charles Darwin এর বিখ্যাত Theory of Evolution (বিবর্তনবাদ তত্ত¡) প্রচারিত হয়। যা ছিল ধর্মীয় চেতনার সাথে সাংঘর্ষিক।
👉 In 1833, slaves were declared free .
👉 In 1833, Fabian society was formed .
👉 Bahadur Shah II, (1837–1857) the last Mughal Emperor was deposed in 1858 by the British East India company and exiled to Burma following the War of 1857 after the fall of Delhi to the company troops. His death marks the end of the Mughal dynasty.
👉 ১৮৫৩ সালে লর্ড ডালহে․সি উপমহাদেশে রেল যোগাযোগ চালু করেন এবং ১৮৫৬ সালে(ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায়) বিধবা বিবাহ আইন পাস করান।
👉১৮৫৭ সালে লর্ড ক্যানিং উপমহাদেশে প্র ম কাগজের মুদ্রা এবং ১৮৬১ সালে পুলিশ সার্ভিস চালু করেন।
👉১৮৩৯-১৮৪২ পর্যন্ত চীন ও ব্রিটেনের মাঝে ঋরৎংঃ ঙঢ়রঁস ডধৎ সংগঠিত হয়। এ যুদ্ধে চীন পরাজিত হয় এবং যুক্তরাজ্যের কাছে হংকং দ্বীপটি লিজ দিতে বাধ্য হয়।
👉 ১৮৮৬ সালে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয়, যা ১৯২৪ সালে যুক্তরাষ্ট্র সরকার জাতীয় সে․ধ হিসেবে ঘোষণা করে।
👉 ভিক্টোরিয়া μস (ঠরপঃড়ৎরধ ঈৎড়ংং) বৃটেনের সর্বোচ্চ সামরিক খেতাব। কমনওয়েলথভুক্ত দেশসমূহের মধ্যে এ পদক প্রদান করা হয়।
👉ব্রিটিশ রাজপরিবারের বাসভবন হলো লন্ডনের ‘বাকিংহামv প্যালেস’, রানী ভিক্টোরিয়া এ প্রাসাদের প্র ম রানী হিসেবে বসবাস করেছিলেন।
এযুগের তিনজন প্রধান কবি হলেন-
Major poets and authors of the Victorian Period
Lord Alfred Tennyson (1809-1892)
Famous Poems of Tennyson:
- Oenone (ইনোনী: daughter of River-God)
- Ulysses -গ্রীক বীর (এই নামে James Joyce এর বিখ্যাত Novel আছে।)
- Lotus Eaters (পদ্ম খেঁকো)
- The Lady of Shalott ( তবে The Lady of the Lake নামে বিখ্যাত কবিতাটি লিখেছেন নিউ ক্লাসিক্যাল পিরিওডের ঔপন্যাসিক Sir Walter Scott)
- Locksley Hall (এর নায়িকার নাম -এমি)
- Tinhonus ( টিথোনাস; তিনি মর্ত্যের মানুষ কিন্তু বিয়ে করেন ঊষা দেবী Aurora কে)
- The Two Voices
- The Charge of the light Brigade
- The Lover’s Tale
- Morte D’ Arthur (এই কবিতাটি পৌরণিক রাজা মর্টি ডি আর্থারকে নিয়ে লেখা; এতে পৌরণিক Excaliber তরবারির কথা বলা হয়েছে।** Morte D’ Arthur নামে একটি বিখ্যাত Prose লিখেছেন Middle English Period এর কবি Sir Thomas Malory)
- English Idyll
- Vision of Sin
- Tears Idle Tears
Famous Elegy (শোকগীতি):
In Memoriam ( এটি কবির বন্ধু Arthur Henny Hallam এর মৃত্যু নিয়ে লেখা)
Famous Comedies:
- The Falcon
- Queen Marry (তবে Queen Mab হলো Shelly’র বিখ্যাত কবিতা)
- Harlod
Famous Quotes of Tennyson:
- Sorrows are the best educator.
- A man can see farther through a tear than a telescope.
- The old order changeth yielding place to new. (Morte D’ Arthur)
(এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান।)
4. I will never rest from travels
I will drink life to the lees. (Ulysses)
5. Authority forgets a dying king. (Morte D’ Arthur)
6. More things are wrought out by prayers. (Morte D’ Arthur)
7. Death is the end of life, Ah! Why should life all labour be. (Lotus Eaters)
8. Knowledge comes but wisdom lingers. (Locksley Hall)
9. It is better to have loved and lost
Than never to have loved at all. (In Memoriam)
10. Who are wise in love, love most, say least.
Robert Browning (1812-1889)
Robert Browning was an English poet and playwright whose mastery of dramatic verse, especially dramatic monologues, made him one of the foremost Victorian Poets. তিনি বলেন-Italy was my University. He was a famous poet of Dramatic Monologue. (নাটকীয় স্বগতোক্তি)।
Titles: The innovator of Dramatic Monologue/ the father of Dramatic Monologue.
যে সব নাটকে একজন Speaker এবং এক বা একাধিক শ্রোতা থাকে, তবে শ্রোতা কোন কথা বলে না Dramatic Monologue তাকে বলে।
বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ Dramatic Monologue হলো পল্লী কবি জসীম উদ্দীনের কবর কবিতা।
Books of poems:
- Men and Women (অমিত্রাক্ষর ছন্দে/Black Verse)
- Dramatic Lyrics
- The Ring of the Book
Famous Poems:
- My Last Duchess. (বিগত পত্নী)
- The Patriot (তবে Patriotism কবিতাটি লিখেছেন Sir Walter Scott)
- The Ring and the Book (an epic poem)
- Andrea Del Sarto
- Porphyria’s Lover
- A grammarian’s Funeral
- Home Thoughts from Abroad (A political Poem)
- Rabbi Ben Ezra (একজন ইহুদি পণ্ডিত; ইহুদিদের ধর্মযাজককে ‘রেবাই’ বলা হয় )
- Fra Lippo Lippi (লিপ্পু লিপ্পি )
- The Pied piper of Hamelin
- Two In the Campagna
- Love Among The Ruins
Famous Quotes:
- Ignorance is not innocence but sin (The Inn Album)
- So absolutely good is truth
- Truth never hurts the taller.
Oppression makes the wise man mad.
- God is in the Heaven
All is right with the world.
Matthew Arnold (1822-1888)
Matthew Arnold ছিলেন Victorian যুগের অন্যতম একজন শ্রেষ্ঠ Poet (কবি) Critic (সমালোচক)।
Title – Melancholic/Elegiac Poet (বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি- যতীন্দ্রনাথ সেনগুপ্ত।)
তিনি Oxford বিশ্ববিদ্যালয়ের ৫ বছর Professor of Poetry হিসেবে নিযুক্ত ছিলেন।
He was also a critic and eassayist.
Famous Books:
- The Study of Poetry (এটি সাহিত্য সমালোচনা গ্রন্থ।)
- Literature and Dogma
- Culture and Anarchy (কাব্যগ্রন্থ)
- Essays in Criticism
Famous Elegies:
- Thyrsis ( থাইর্সি; কবির বন্ধু Arthur Clough এর মৃত্যু নিয়ে লেখা।)
- Rugby Chapel (কবির বাবার মৃত্যু নিয়ে লেখা। )
- Heine’s Grave ( কবির ভাই Heine এর মৃত্যু নিয়ে লেখা। )
- Howarth’s Churchyard (Charlotte Bronte এর মৃত্যু নিয়ে লেখা।)
Famous Poems:
- Dover Beach (ডোভার সৈকত; ডোভার প্রণালী ফ্রান্স ও ব্রিটেনকে পৃথক করেছে।)
- Sohrab and Rustom
- The Scholar Gypsy (যাযাবর পণ্ডিত)
- Cromwell
- The Forsaken Merman
Famous Quotes:
- Truth sits upon the lips of dying men.
- Poetry is the criticism of life. (The Study of Poetry)
- Even science will appear incomplete without poetry.
- The sea of Faith
Was once, too, at the full. (Dover Beach)
Charles Dickens
চার্লস ডিকেন্স ভিক্টোরিয়ান যুগের একজন জনপ্রিয় ও প্রতিভাবান ঔপন্যাসিক। তার রচনাগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়।
He was the greatest novelist in the Victorian Period
প্রথম গ্রন্থ: Sketches By Boz
Famous Novels:
- David Copperfield (আত্মজীবনীমূলক উপন্যাস; এতিম শিশু ডেভিড কপারফিল্ডের বড় হয়ে উঠা এবং সৎ বাবার নির্মম নির্যাতনের কাহিনী।)
- Great Expectations (কেন্দ্রীয় চরিত্র – Pip, Miss Havidham, Estella; পিপ নামে একজন বালকের বড় হয়ে ওঠার গল্প।)
- A Tale of Two Cities (দুই শহর- লন্ডন ও প্যারিস; ফরাসি বিপ্লবের প্রেক্ষিতে লেখা; কিন্তু A Tale of a উপন্যাসটি লিখেছেন Jonathon Swift)
- Hard Times (তৎকালীন ইংল্যান্ডের সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা নিয়ে।)
- Oliver Twist (একটি বালকের দুর্বিষহ জীবন কাহিনী নিয়ে।)
- A Christmas Carol
- The Bleak House
- The Old Curiosity Shop
- The Pickwick Papers
- The Mystery of Edwin Drood (এটি অসমাপ্ত উপন্যাস)
- Our Mutual Friend
- Little Dorrit
- The Battle of Life ( তবে The Battle of the Books নামে উপন্যাসটি লিখেছেন Jonathon Swift)
Famous Quote:
“Charity begins at home and justice begins next door.” – Great Expectations
Maxim Gorky
He is the father of Socialist realism (সমাজতান্ত্রিক বস্তুবাদ)
Novels: 1. Mother (রুশ ভাষায় )
- My Childhood
William Makepeace Thackary
He was an English novelist of the 19th century. He was famous for his satirical works, particularly Vanity Fair, a panoramic portrait of English Society.
Famous Novels:
- Vanity Fair (এ Novel এর Hero নেই। Vanity Fair Novel দ্বারা England কে Satire করেছেন। এর Theme হলো : Man’s sinful attachments to worldly things.
- The Virginisans : A Tale of the last Century (১৮৫৭-৫৯; এটি তার Historical Novel)
- Catherine : A Story (এটি তার প্রথম উপন্যাস)
- The Newcomes (first published in 1855)
- A Shabby Genteel Story
- Pendennis
- Men’s Wives
- The Rose and the Ring
Edward Fitzgerald (ফিজারলড)
He translated Rubaiyat of Omar Khayam into English. (ফার্সি ভাষার কবি ওমর খৈয়ামের রোবাইয়াত)
John Stuart Mill ( জন স্টুয়ার্ট মিল)
Books:
- On Liberty
- Utilitarianism ( উপযোগবাদ)
- A System of Logic
- Slavery
- Women’s Night
- Economic Philosophy
Thomas Hardy
Title: Pessimistic Novelist (হতাশাবাদী)
তার সংকলিত কাব্যগ্রন্থের নাম : Wessex Poems
তার বিখ্যাত কবিতা: At an Inn (সরাইখানা)
Famous Novels:
- Tess of the d’Urbervilles: A Pure Woman Faithfully Presented (ডারবারবিল বংশের শচি মেয়ে টেসের ট্র্যাজেডি; Characters – Tess, Alec, Angel)
- The Return of the Native
- Jude the Obscure (Hardy exposed his deepest feelings in this bleak, angry novel and stung by the hostile response, he never wrote another.)
- The Trumpet Major (এটি হার্ডির একমাত্র ঐতিহাসিক উপন্যাস; ট্রাফালগার যুদ্ধের প্রেক্ষাপটে লেখা)
- A pair of Blue Eyes ( এই উপন্যাস অবলম্বনে শরৎচন্দ্র তার বিখ্যাত গৃহদাহ উপন্যাসটি রচনা করেন।)
- Far from the Madding Crowd
- The Poor Man and the Lady
- The Mayor of Caster bridge
- Under the Greenwood Tree ( তবে এই শিরেনামে Shakespere এর As You It নাটকের একটি Song আছে।)
- Desperate Remedies
Famous Quotes: “The Greater the sinner, the greater the saint.”
Christina Rossetti
Poems:
- A Daughter of Eve
- My Dream
- Bride Song
- Dream Land
Dante Gabriella Rossetti
Poems:
- Heart Compass
- Love and Hope
- Supreme Surrender
- Nuptial Sleep
- Redemption
R.L Stevenson
He was a Scottish writer. English Travelogue এর বিখ্যাত লেখক।
Famous Novels:
- The Treasure Island
- The New Arabian Nights
- Kidnapped
- Black Arrows.
Sir Richard Francis Burton
Famous Novel:
Arabian Nights ( আলিফ লায়লা)
Benjamin Franklin (বেঞ্জামিন ফ্রাঙ্কলিন)
তিনি একজন দার্শনিক
Quotes:
- Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise.
- Honesty is the best policy.
- Admiration is the daughter of ignorance
Charlotte Bronte
তিনি ব্রুনটি পরিবারের বড় মেয়ে। তার জীবনী গ্রন্থ The Life of Charlotte Bronte লিখেছেন – Mrs Gaskell
Novels:
- Jane Eyre (জেহন আয়ার) ( অমর প্রেমের এই আত্মজীবনীমূলক উপন্যাসটি তিনি Cerrer Bell ছদ্মনামে প্রকাশ করেন।)
- Shirley
- The Professor (এটি তার প্রথম উপন্যাস)
Emily Bronte
তিনি ব্রুনটি পরিবারের ২য় মেয়ে
Her Only Novel:
Wuthering Heights (অদারিং)
এটি একটি প্রতিশোধপরায়ণ দুই প্রতিবেশীর গল্প। এটি তিনি Ellis Bell ছদ্মনামে ( Pen-Name) প্রকাশ করেন।
Famous Poems of Emily:
- A Death Scene
- Day Dream
- A Little While
Leo Tolstoy
He was a Russian novelist and playwright and political thinker.
Famous plays:
- The Power of Darkness
- The Fruits of Enlightment
Famous novels:
- War and Peace (এটি নেপোলিয়নের রুশ অভিযান। যুদ্ধের ভয়াবহতা এবং শান্তির সংগ্রামই এই উপন্যাসের উপজীব্য।
- Anna Karenina ( এই উপন্যাসের নাম ও নায়িকা : আনা; Theme: Adultery/পরকীয়া প্রেমের পরিনতি))
- Childhood (প্রথম প্রকাশিত উপন্যাস)
- Resurrection (সর্বশেষ উপন্যাস)
- The Kingdom of Good is Within You.
- A Confession
George Eliot
Real Name: Mary Ann Evans
(ভিক্টোরিয়ান যুগের এ বিখ্যাত মহিলা ঔপন্যাসিক পুরুষের ছদ্মনামে লেখালেখি করেছেন। She used a male pen name to ensure her works would be taken seriously; to protect her private life from public inquiry and to prevent scandals attending her relationship with the married George Henry Lewes, with whom she lived for over 20 years.
Famous Novels:
- Silas Marner (সাইলাস মারনার)
- Adam Bede
- The Mill on the Floss
- Middle March
- Romola
- Silas Marner
Dramatic poem:
The Spanish Gypsy
Quote: “No man can be wise on an empty stomach.”
*** Mathew Arnold লিখেছেন : The Scholar Gypsy (poem)
George Eliot লিখেছেন : The Spanish Gypsy (poem)
Rulph Hodgson লিখেছেন : Time, You Old Gypsy Man
Elizabeth Barret Browning
A Famous Female poet. She was wife of Poet Robert Browning.
Poems:
- How do I Love Thee (Sonnet -43)
- Grief
- Lost Mistress
- Consolation
- Sonnet from Portuguese
Famous Quote:
- How do I love thee (you)? Let me count the ways.
- I love thee dept and breadth and height.
Charles Robert Darwin
He was an English naturalist. He is the Father of theory of the Evolution. (বিবর্তনবাদের জনক)
Famous Books:
The Origin of Species
The Origin of Life and Earth
The Decent of Man
Famous quote:
“Tomorrow as yesterday only the fittest will survive in the struggle for existence.” ( অতীতের ন্যায় ভবিষ্যতেও অস্তিত্বের লড়াইয়ে যোগ্যতমরাই টিকে থাকে।)
** Sir James Jeans লিখেছেন : The Origin of Life on Earth (prose).
John Henry Cardinal Newman
He was a leader of the “Oxford Movement”.
Famous Books:
- Loss and Gain (এটি উপন্যাস)
- The Idea of University
- Idea and Justice এবং Poverty and Famine নামে দুটি বিখ্যাত গ্রন্থ লিখেছেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Prose)
Gladstone
Titles: Grand Old Man of Britain
(ভারতীয় রাজনীতিক দাদাভাই নওরোজিকে Grand Old Man of India বলা হয়)
Famous quote of Gladstone:
“Justice delayed, Justice denied
Justice hurried, Justice buried.”
Alexandre Dumas
He was a famous novelist of France.
Novels:
- Three Musketeers
- Twenty Years After
- Black Tulip
- The Count of Monte Cristo
Karl Marz
He was born in Germany but settled in England. He is called ‘The father of Socialism and modern scientific communism’. (অর্থাৎ তিনি আধুনিক বৈজ্ঞানিক গণসাম্যবাদের জনক।)
He was a famous German philosopher and pioneer of Marxism. তিনি ‘থিউরি অব সারপ্লাস ভ্যালু’ এবং ‘থিউরি অব এক্সপ্লোরেশন’ তত্ত্বের প্রবক্তা।
তার জন্ম ৫ মে ১৮১৮ সালে জার্মানির প্রুশিয়ায় এবং মৃত্যু ১৮৮৩ সালে ইংল্যান্ডে।
Famous Books:
- Das Capital
- Communist Manifesto
- The Holy Family
Famous quotes:
- Religion is opium to the people.
- আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের প্রত্যেকের ইতিহাস শ্রেণি সংগ্রামের
ইতিহাস।
- Men make their own history.
** বাংলা সাহিত্যে মার্কসবাদী কবি বিষ্ণু দে এবং মার্কসবাদী ঔপন্যাসিক মানিক বন্দোপাধ্যায়।
Christian Unlerson
He was a Danish author. He is the father of English fairy tales.
His most famous fairy tales:
- The Emperor’s New Clothes
- The Little Mermaid
- The Nightingale
- The Snow Queen
- The Ugly Duckling
Elizabeth Gaskell
Books:
- North and South
- Wives and Daughters
- Mary Barton
Sir Arthur Conan Doyle
British author and physician
Books:
- Sherlock Holmes (detective story)
- A study in Secret
- The Sign of Four
A.S.Hornby
He is famous for Dictionary writing.
Kiran Desai
Novel : The Inheritance of Loss (লোকসানের উত্তরাধিকার)
Samuel Butler
Famous work: The Way of All Flesh –a semi autobiographical novel. (তবে Restoration যুগের William Congreve লিখেছেন- The Way of the world)
Famous quote: “Self preservation is the first law of nature.” (আত্মরক্ষাই প্রকৃতির প্রথম আইন।)
Oscar Wilde
He was an Irish born novelist and dramatist.
Famous Book and plays:
- A Woman of No Importance
- An Ideal Husband
- The Picture of Dorian Gray
- The Importance of Being Earnest (play)
- The Selfish Giant
- Lady Windermer’s Fan
Edgar Allan Poe
He is an American Author.
Titles: Father of English Short-Story
Father of Modern Detective Story (তবে বাংলা সাহিত্যে ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম সার্থক ছোটগল্প – দেনা পাওনা; প্রথম প্রকাশিত ছোটগল্প – ভিখারিনী এবং সর্বশেষ ল্যাবরেটরী)
Only Novel:
The Narrative of Arthur Gordon Pym of Nantucket ( a classical adventure story with supernatural)
Famous Poem:
To Helen
এই কবিতার প্রভাব পড়েছে জীবনানন্দ দাসের “বনলতা সেন” কবিতায়
Famous short stories:
- The Black Cat ( তবে Cat and Mouse উপন্যাসটি লিখেছেন জার্মানির কবি গুন্টার গ্রাস)
- The Tell Tale Heart
- The Oval Portrait
- The Gold Bug
- The Light of House ( তবে To the Light house উপন্যাসটি লিখেছেন আধুনিক যুগের শক্তিশালী মহিলা কবি ভার্জিলিনা উলফ)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
তিনি বাংলা গদ্যের জনক। লর্ড ডালহৌসির শাসনামলে ১৮৫৬ সালের ২৬ জুলাই তার প্রচষ্টোয় বিধবা বিবাহ আইন পাস হয়। চেম্বার্স রচিত Rudiments of Knowledge অবলম্বনে বোধোদয় এবং প্রাচীন গল্পকার ঈশপের Fables অবলম্বনে কথামালা রচনা করেন।
১৮৬৯ সালে তিনি শেক্সপিয়রের Comedy of Errors এর বাংলা অনুবাদ করেন ভ্রান্তিবিলাস করেন
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বাংলা উপন্যাসের জনক। Rajmohan’s Wife – এটি ইংরেজি ভাষায় রচিত লেখকের উপন্যাস।
ইংরেজি Romantic যুগের সাহিত্যিক Thomas De Quincy এর “Confession of an English Opium Eater” রচনার অনুকরণে বঙ্কিমচন্দ্র তার কমলাকান্তের দপ্তর রচনা করেন।
বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদ করেছেন নরেশচন্দ্র সেনগুপ্ত – ‘The Abbey of Bliss’ নামে।
Napoleon
Famous Quotes:
- Give me a good mother; I will give you a good nation.
- The career is open to the talents
- England is a nation of shop keepers.
- Impossible is a word to be found only in the dictionary of the fools.
Abraham Lincoln
আমেরিকার ১৬ তম প্রেসিডেন্ট তিনি। তিনি সৎ প্রতিবেশী নীতি তত্ত্বের প্রবক্তা। ১৫ এপ্রিল ১৮৬৫ সালে তিনি আততায়ীর হাতে নিহত হন।
বিখ্যাত উক্তি :
- Democracy is the government of the people, by the people, for the people. (১৮৬৩ সালের ২১ নভেম্বর ২ মিনিটের স্থায়ী বিখ্যাত Gettyburg Address এ তিনি এ কথা বলেন।
- With malice towards none, with charity for all. (কারো সাথে বৈরতা নয়, সবার সাথে সৌহার্দ্য।)
- The ballot is stronger than bullet.
- You can fool all the people some of the time, and some of the people all the time, but you cannot fool all the time.
- The best way to destroy an enemy is to make him a friend
- No man has a good enough memory to be a successful liar.
- Marriage is neither heaven nor hell, it is simply purgatory.
Victor Hugo
Novels:
- Leo Miserable
- The Hunchback of Notre Dame
- Ninety-three
Poems:
- Autumn Leaves
- Inner Voice
- Rays and Shadows
- Songs of the Twilight
Short Story:
Claude Gueux
Ralph Waldo Emerson
Famous Book: The American scholar
Nathaniel Hawthorne
Novel: The Scarlet Letter.
Walt Whitman
Titles: American National Poet
Books:
- Leaves of Grass
- Franklin Evans
- Drum-Taps
- Memoranda During the War
- Specimen Days
- Democratic Vistas
0 Comments