The Victorian Period (1832-1901)

রাণী ভিক্টোরিয়া ১৮৩৭ সালে ইংল্যান্ডের  সিংহাসনে বসেন। এটি ব্রিটিশ লোকদের জন্য সবচেয়ে দীর্ঘ- সুখ-শান্তি-সমৃদ্ধময় যুগ।

এযুগের তিনজন প্রধান কবি হলেন-

  1. Alfred Tennyson
  2. Robert Browning
  3. Matthew Arnold


** Victorian Period এর সবচেয়ে বিখ্যাত Novelist এর নাম Charles Dickens.

Major poets and authors of the Victorian Period



 

  Famous Poems of Tennyson :  

  • Oenone (ইনোনী: daughter of River-God)
  • Ulysses -গ্রীক বীর (এই নামে  James Joyce এর বিখ্যাত Novel আছে।)

  • Lotus Eaters (পদ্ম খেঁকো)
  • The Lady of Shalott ( তবে The Lady of the Lake নামে বিখ্যাত কবিতাটি লিখেছেন নিউ ক্লাসিক্যাল পিরিওডের ঔপন্যাসিক Sir Walter Scott)
  • Locksley Hall (এর নায়িকার নাম -এমি)
  • Tinhonus ( টিথোনাস; তিনি মর্ত্যের মানুষ ‍কিন্তু বিয়ে করেন ঊষা দেবী Aurora কে)
  • The Two Voices
  • The Charge of the light Brigade
  • The Lover’s Tale
  • Morte D’ Arthur (এই কবিতাটি পৌরণিক রাজা মর্টি ডি আর্থারকে নিয়ে লেখা; এতে পৌরণিক Excaliber তরবারির কথা বলা হয়েছে।** Morte D’ Arthur নামে একটি বিখ্যাত Prose লিখেছেন Middle English Period এর কবি Sir Thomas Malory)
  • English Idyll
  • Vision of Sin
  • Tears Idle Tears

   Famous Elegy (শোকগীতি):  

In Memoriam  ( এটি কবির বন্ধু Arthur Henny Hallam এর মৃত্যু নিয়ে লেখা)
Famous Comedies:
  1. The Falcon
  2. Queen Marry (তবে Queen Mab হলো Shelly’র বিখ্যাত কবিতা)
  3. Harlod


Post a Comment

0 Comments