ভাবসম্প্রসারণ :
পুষ্প আপনার জন্য ফোটে না। পরের জন্য তোমার হৃদয় কুসুমকে বিকশিত করিও।
পুষ্পের সৌন্দর্যে আমরা মুগ্ধ হই। তাই পুষ্প বা ফুল মানুষ মাত্রেরই প্রিয়। পুষ্পের বুকে পরবর্তীকালে বেঁচে থাকার জন্য বীজ থাকে বটে; তবে বীজধারণই পুষ্পের প্রধানতম উদ্দেশ্য নয়। পুষ্পের সুরভি ও সৌন্দর্য প্রকৃতির অসামান্য দান। ফুলের সৌন্দর্য ও সুগন্ধ মানুষকে মোহিত করে। যে মানুষ নিজে ফুলের সুবাস নিতে ভুলে যায়, বাতাস তাকে পৌঁছে দেয় ফুলের বার্তা - ফুলের গন্ধ। ফুলের সুগন্ধ ও সৌন্দর্য কিছুই তার নিজের জন্য নয়। সবই অন্যের মনোরঞ্জনের জন্য-অন্যের ভাল লাগার জন্য।
পুষ্পের ফোটার সঙ্গে মানুষের হৃদয় কুসম বিকশিত হওয়ার একটি সাদৃশ্য বা মিল আছে। যে মানুষ মহৎ, যার মন বিকশিত হয়েছে - ফুলের মতই তার হৃদয়ও সুবাস ছড়ায়। মানুষের উপকারে লাগাটাই জীবনের শ্রেষ্ঠ কর্ম।
আÍকেন্দ্রিক মানুষ যে নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের স্বার্থ উদ্ধারই যার জীবনের একমাত্র উদ্দেশ্য সে প্রকৃত মানুষ নয়। মহৎ কর্মে যে মানুষটি নিয়োজিত, অন্য মানুষের বিপদ আপদে যে নিজের বুক পেতে দেয় - এমন মানুষকেই সমাজ কামনা করে। মানুষের আদর্শ হওয়া উচিত ফুল। ফুল নিজের জন্য নয় অন্যের জন্য তার নিজের যা ঐশ্বর্য অকাতরে
বিলিয়ে দেয়। মানুষেরও তেমনি উচিত নিজের কথা চিন্তা না করে অন্য মানুষের উপকারে নিজেকে বিলিয়ে দেওয়া।
তাই ফুল যেমন ধীরে ধীরে বিকশিত হয় তেমনি মানুষের হৃদয় কুসুমকেও বিকশিত করতে হয়।
0 Comments