বাংলাদেশের পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়ার কারণ কি ছিল?

 বাংলাদেশের প্রথম পতাকা নকশা করেন শিব নারায়ন দাস নামের এক ছাত্রনেতা । লাল-সবুজ পতাকাটির লাল বৃত্তের মাঝে ৭ কোটি মানুষের স্বপ্ন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মানচিত্র ছিল এই পতাকাটিতে । এই পতাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার পতাকা ছিলো ।

পতাকাটির মাঝের মানচিত্র বাংলাদেশের প্রতিটি মুক্তিযোদ্ধাকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে অনুপ্রেরণা দিতো । আঞ্চলিকতা, ধর্ম, বর্ণ, গোত্রেরে কোন বৈষম্য বাধা হয়ে দাড়াতে পারতো না । পতাকায় অঙ্কিত সেই মানচিত্র পুরোটাকে স্বাধীন করতে হবে, পাকিস্তানিদের বাংলাদেশের প্রতিটি ইঞ্চি থেকে বিতারিত করতে হবে, এটাই ছিলো মুক্তিযোদ্ধাদের মনো-বাসনা । পতাকাটিকে মুক্তিযোদ্ধারা যখনই দেখতো, অন্যরকম অনুপ্রেরণা পেত । তারা বুঝতো, এই চিত্রের ভুখন্ডের প্রতিটি ইঞ্চি আমাদের । যখনই তারা মানচিত্রটি দেখতো তখনই তাদের কাছে স্বাধীনতার স্বপ্ন জাগ্রত হতো। তখন ঐ মানচিত্র না থাকলে পাতাকাটির কোনো বিশেষ মাহাত্ম থাকতো না কারো কাছে । মানচিত্রের কারনেই তখন মনে হয়েছে এটা বাংলাদেশের পতাকা ।
শিব নারায়ন দাসের অঙ্কিত পতাকাটির সবুজ অংশ বাংলার সবুজ প্রকৃতি বুঝালেও লাল অংশ শুধু সবুজের বুকে লাল সূর্য্য বুঝাতো ।

Post a Comment

0 Comments