ইন্টারনেট ব্যবহার করে কিভাবে নেটওয়ার্কের নেটওয়ার্ক তৈরি করবে চিত্রসহ বর্ণনা দাও ?

 ইন্টারনেট ব্যবহার করে কিভাবে নেটওয়ার্কের নেটওয়ার্ক তৈরি করবে চিত্রসহ বর্ণনা দাও ? 

ইন্টারনেট হলো মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অগণিত কম্পিউটার ও ডিভাইস সমূহের মধ্যে আন্তঃসংযুক্ত একটি গ্লোবাল কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম যা  সারা বিশ্বজুড়ে  তথ্য এবং যোগাযোগের সুবিধা সমূহ প্রদান করে থাকে । ইন্টারনেট সকল ধরনের জনসাধারণের জন্য উন্মুক্ত একটি নেটওয়ার্কিং ব্যবস্থা।আজ ইন্টারনেট ছাড়া পৃথিবী অচল।  ইন্টারনেট শব্দটি এসেছে Interconnected network  কথাটি থেকে। Interconnected শব্দের ইন্টার  এবং network শব্দের  net মিলে তৈরি হয়েছে Internet .  1969 সালে প্রথম ইন্টারনেট ছিল চারটি কম্পিউটার এর মাঝে সংযোগ ।  কিন্তু কিন্তু আজ  অসংখ্য কম্পিউটার ইন্টারনেটের সাথে সংযুক্ত ।যা পৃথিবী কে নিয়ে এসেছে সবার হাতের মুঠোয় ।

দুই বা ততোধিক কম্পিউটারকে যখন কোনো যোগাযোগ ব্যবস্থা দ্বারা একসঙ্গে যুক্ত করে দেওয়া হয় তখন তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো নিজেদের মধ্যে খুব সহজে তথ্য আদানপ্রদান করতে পারে। তথ্য আদানপ্রদানের এই পরিধিকে আরও বিস্তৃত করতে একাধিক কম্পিউটার নেটওয়ার্ককে এক সাথে জুড়ে দেওয়া যায়। আর যখন দুই বা ততোধিক কম্পিউটার নেটওয়ার্ককে কোনো যোগাযোগ ব্যবস্থা দ্বারা সংযুক্ত করা হয় তখন তাকে বলা হয় নেটওয়ার্কের নেটওয়ার্ক।ইন্টারনেট এরকম অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি।

উদাহরণস্বরূপ অথবা যেমন একটি স্কুলের কম্পিউটার ল্যাবে যদি অনেকগুলো কম্পিউটার থাকে তাহলে সবগুলো কম্পিউটার কে সুইচ নামের একটি যন্ত্র দ্বারা সংযুক্ত করে দিলে একটি কম্পিউটার অন্য একটি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারবে। সুইচ হচ্ছে একটি নেটওয়ার্কিং ডিভাইস, যা প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে এবং এ ঠিকানা অনুযায়ী তথ্যের আদান-প্রদান করে ।সুইচ দ্বারা স্কুলের কম্পিউটারগুলোকে সংযুক্ত করলে আমরা বলতে পারব স্কুলের কম্পিউটার গুলোর মধ্যে নেটওয়ার্কিং করা আছে অর্থাৎ আমাদের স্কুলে একটা কম্পিউটার নেটওয়ার্ক আছে। 

এখন ধরা যায় আমাদের পাশের স্কুল আমাদের কম্পিউটার নেটওয়ার্ক দেখে তাদের শিক্ষকদের কাছে আবদার করল তাদের নিজস্ব একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করার শিক্ষার শিক্ষকরা তাদের একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করে দিল। তাদের স্কুলের সবগুলো কম্পিউটারকে একসাথে সংযুক্ত করে দিল। এখন তারাও তাদের স্কুলে এক কম্পিউটার থেকে আরাক কম্পিউটারে তথ্য আদান প্রদান করতে পারবে। 

এখন ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আমাদের ইস্কুলের তৈরি কম্পিউটার নেটওয়ার্ক এর সাথে অন্য স্কুলটি তৈরি কম্পিউটার নেটওয়ার্ক সংযুক্ত করে দিলে একই স্কুলের কম্পিউটার থেকে আরাক ইস্কুলের কম্পিউটারে তথ্য আদান প্রদান করা সম্ভব হবে। দক্ষি কম্পিউটার নেটওয়ার্কের মাঝে এই সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করতে হয় আর একটি যন্ত্র যার নাম হচ্ছে রাউটার ।রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়ার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি।


Post a Comment

0 Comments